৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৯:৪৫
মুন্সীগঞ্জে মাদক ব্যাবসায়ীকে গ্রেফতারের দাবিতে যুবলীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল
খবরটি শেয়ার করুন:

নেশা ও মাদকমুক্ত মেদিনী মন্ডল ইউনিয়ন গড়ার লক্ষে এবং স্থানীয় মাদক ব্যবসায়ী মকবুল হোসেনকে গ্রেফতারের দাবিতে মুন্সীগঞ্জের লৈাহজং উপজেলা’র মাওয়া চৌরাস্তায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনগণ ।

রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ সভাপতি সুমন এর নেতৃত্বে মিছিলটি মাওয়া চৌরাস্তা থেকে ঢাকা-মাওয়া মহা সড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে।

মিছিলকারীরা জানান, মকবুল হোসেন নামের এক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছে। এতে এলাকার যুব সমাজ ধ্বংসের মুখে পড়েছে। একাধিক বার পুলিশকে বিষয়টি অবগত করলেও কার্যকরি কোন ব্যবস্থা নেয়া হয়নি ।

অনতিবিলম্বে মাদক ব্যবসায়ী মকবুল হোসেনকে গ্রেফতারের দাবী জানান তারা।

মিছিলে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জামান হোসেন ছাড়াও আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাদক বিক্রেতাদের বিরুদ্ধে নিজেরাই প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে লৌহজং থানা ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) জাকির হোসেন মোল্লা জানান, মাদক বিক্রেতাদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যহত রয়েছে। গ্রাম বাসীরা সার্বিক সহযোগিতা করলে এসব মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা আরো সহজ হবে। তবে মাদক ব্যবসায়ী মকবুল হোসেন সহ মাদক ব্যবসার সাথে জড়িত অন্যদেরও গ্রেফতারে পুলিশের অব্যাহত রয়েছে।

error: দুঃখিত!