১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৮:১২
মুন্সীগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিএনপি নেতার ফুলেল শ্রদ্ধা
খবরটি শেয়ার করুন:
মুন্সীগঞ্জ শহর বিএনপির সভাপতি ও পৌর মেয়র এ.কে.এম. ইরাদত মানু বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন।
১৫আগষ্ট শনিবার জাতীয় শোক দিবসের সকালে সরকারী কর্মসূচির অংশ হিসেবে শহরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অস্থায়ীভাবে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বিএনপি-আওয়ামী লীগ আলাদা বিষয়। জাতীয় কর্মসূচিতে আমার অংশ গ্রহণ সঠিক বলেই আমি মনে করি।’
এ সময় জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ মো. মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ আ্ওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ও মুন্সীগঞ্জ সদর-গজারিয়া আসনের সাংসদ অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিস-উজ-জামানসহ র‌্যালিতে অগণিত মানুষ ও আওয়ামীলীগের বিভিন্ন ভ্রাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
error: দুঃখিত!