মুন্সীগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ভাগ্যকুল পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে পদ্মা তীরের শত শত পরিবার। সেই সাথে অব্যাহত আছে নদী ভাঙ্গন।
জেলার শ্রীনগর, লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলার নদী তীরের দুই শতাধিক বসতবাড়ি ভাঙ্গনের কবলে পড়ে নদীতে বিলীন হয়ে গেছে। শ্রীনগরের আড়িওল বিলে বিভিন্ন খাল দিয়ে পানি ঢুকে পুরো বিল এখন পানিতে টইটুম্বুর।কাচা রাস্তাগুলো পানির নিচে চলে গেছে।
প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকায় কিছু ত্রাণ দেওয়া হলেও প্রয়োজনের তুলনায় অনেক কম বলে অভিযোগ বানভাসি মানুষের। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে মেঘনা, ধলেশ্বরী ও ইছামতি নদীর।