এম.এম.রহমান: মুন্সীগঞ্জ লৌহজং থানার বোলতলী ইউনিয়নের নওয়াপাড়া এলাকায় ট্রাকচাপায় রোকেয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোকেয়া বেগম নওপাড়া গ্রামের আব্দুল শেখের স্ত্রী।
বৃহস্পতিবার (০৫ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানায় যায়, নওয়াপাড়া বাজার এলাকায় রোকেয়া বেগম রাস্তা পারাপার হওয়ার সময় একটি ট্রাক (ঢাকা মেট্রো ল-১১-৬৪৫৪) চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
লৌহজং থানার উপ পরিদর্শক (এস.আই) মাসুদ আলম খান জানান, ঘটনার পর ট্রাকটি রেখে চালক আয়নাল বেপারী পলিয়ে গেছে। তাকে আটক করার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, বৃদ্ধার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।