কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজীব আহসানকে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবীতে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের খালইষ্ট এলাকা থেকে মিছিলটি বের হয়ে সুপার মার্কেট চত্বরে আসলে পুলিশের ধাওয়া মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় মোঃ আজীম (২৫),মনিরুজ্জামান (৩২) সুজন (৩৪) নামের ৩ জনকে আটক করেছে পুলিশ।
এস আই মোঃ আব্দুর সবুর খান বলেন,প্রশাসনের অনুমতি ছাড়া হঠাৎ করে ছাত্রদলের একটি মিছিল বের হয়। পরে আইনসৃঙ্খলার অবনতি হওযার আশঙ্কায় মিছিল কারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়া হয়। এসময় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালীর লেবুখালি ফেরিঘাট থেকে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাজীব আহসানসহ পাঁচ নেতাকর্মীকে মাদক বহনের অভিযোগে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।