মুন্সিগঞ্জ, ২৭ নভেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় চাকরিচ্যুত করার অভিযোগে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে দুই শতাধিক শ্রমিক।
আজ বুধবার সকাল ৮টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন পুরান বাউশিয়া এলাকায় হাসান রাবার ফ্যাক্টরি নামে একটি কারখানার কাজ বন্ধ রেখে মুল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, গেল ২১ অক্টোবর হাসান রাবার ফ্যাক্টরির সিও’র পদত্যাগসহ বেতন বৈষম্য নিরসণের দাবিতে কর্ম বিরতি আন্দোলন করেন তারা। পরবর্তীতে মালিক পক্ষের প্রতিনিধি ও উপজেলা প্রশাসনের আশ্বাসে তারা আন্দোলন থেকে সরে গিয়ে শান্তিপূর্ণভাবে কাজ করে আসছে। কিন্তু হঠাৎ করে মালিকপক্ষ আন্দোলনরত শ্রমিকদের তালিকা করে বিভিন্ন কারণে তাদের চাকরিচ্যুত করছেন। এমনকি তাদের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ তাদের।
এ বিষয়ে যোগাযোগ করা হলেও কারখানা কর্তৃপক্ষ গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কোহিনূর আক্তার জানান, সকালে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে ইতিমধ্যে অনেকগুলো নিয়ম ভঙ্গ করেছে শ্রমিকরা। গত কয়েক দিন আগে বিদ্যুৎ ছিল না উপজেলাজুড়ে, ওই সময় গজারিয়ার সকল কারখানার বন্ধ ছিল। তাদের সিস্টেম এরকম কাজ বন্ধ থাকলে পরবর্তীতে তারা এডজাস্ট করে নেবেন। কিন্ত এটা যেন এডজাস্ট না করে এক শ্রমিক উত্তেজিত করেছে অন্য শ্রমিকদের।