১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ২:৫৯
মুন্সিগঞ্জ ৩ আসনে বিএনপির মনোনয়ন চাইবেন মোশারফ হোসেন পুস্তি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১১ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ ৩ আসন থেকে বিএনপির মনোনয়ন চাইবেন শিল্পপতি ও রামপাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোশারফ হোসেন পুস্তি।

সদ্য ঘোষিত ৫৯ সদস্যবিশিষ্ট জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিতে তাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মোশারফ হোসেন পুস্তি একজন সফল উদ্যোক্তা হিসেবে দীর্ঘদিন ধরে দেশের শিল্প খাত ও রপ্তানীমুখী অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তার প্রতিষ্ঠিত শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসায়িক উদ্যোগসমূহে প্রায় ১২-১৩ হাজার কর্মচারী কর্মরত আছেন, যা দেশের কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

মোশারফ হোসেনের মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- মোশারফ কম্পোজিট টেক্সটাইল মিলস্ লিমিটেড, ও.এন স্পিনিং মিলস লিমি., অরবিট টেক্সটাইল মিলস লি., এম.এন ডাইয়িং, প্রিন্টিং এন্ড ওয়াশিং মিলস, মোশারফ অ্যাপারেলস স্টুডিও লিমিটেড, আবির এগ্রো লিমিটেড, আবির ফিড মিলস ও পোল্ট্রি হ্যাচারি। এছাড়া রয়েছে একাধিক হিমাগার, এন্টারপ্রাইজ ও ট্রেড কোম্পানি।

মোশারফ হোসেন একজন সমাজসেবক হিসেবেও সুপরিচিত। তিনি রামপাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন এবং ২০১০ সালে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে পুরস্কৃত হন। তিনি বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন, টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, চেম্বার অব কমার্স, রেড ক্রিসেন্টসহ বহু প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

দলীয় রাজনীতিতে মোশারফ হোসেনের ভূমিকা ব্যাপক। তিনি মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন এবং দীর্ঘদিন দলের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজনৈতিক কারণে বারবার হয়রানির শিকার হন তিনি।

মোশারফ হোসেন পুস্তি জানান, ২০১৪ সালে মুন্সিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে করলেও শেষ পর্যন্ত ভোটের মাঠে টিকে থাকতে দেয়া হয়নি পুস্তিকে। সেসময় উল্টো বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। ২০১৮ সালে ডিজিএফআই তাকে আটক করে আয়নাঘরে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় এবং তার কাছ থেকে ১০০ কোটি টাকা আদায় করা হয়। একই বছরে র‍্যাব তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আরও ১৩ কোটি টাকা আদায় করে।

মোশারফ হোসেন ‍পুস্তি বলেন, ‘আমি সব ধরনের ভয়ভীতি উপেক্ষা করে মুন্সিগঞ্জের মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব। আমি বিশ্বাস করি, আমার ত্যাগ ও দলের প্রতি নিষ্ঠা বিবেচনায় দল আমাকে মুন্সিগঞ্জ ৩ আসন থেকে ধানের শীষের মনোনয়ন দিবে। দল মনোনয়ন দিলে আমি আমার প্রাণপ্রিয় এলাকা ও দেশের মানুষের জন্য সর্বোচ্চ অবদান রাখার অঙ্গীকার করছি।’