মুন্সিগঞ্জ সহ দেশের কয়েকটি এলাকা থেকে ভূমিকম্পে কেঁপে ওঠার খবর পাওয়া যাচ্ছে। রিখটার স্কেলে এ কম্পণের মাত্রা ছিল ৬.৮।
মুন্সিগঞ্জের ৬টি উপজেলা থেকে অামাদের প্রতিনিধিরা ভূমিকম্প অনুভূত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
তারা বলেছেন, সোমবার (০৪ জানুয়ারি) ভোর ৫টা’র পরে এ কম্পণ অনুভূত হয়।
এদিকে, মার্কিন ভূতাত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলে ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পে মুন্সিগঞ্জের কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে জেলা শহরের কিছু অংশে মানুষকে ব্যাপক অাতন্কিত হয়ে বাড়ি থেকে বের হয়ে বাইরে এসে চিৎকার করতে দেখা গেছে।