মুন্সিগঞ্জ সদরে নানা প্রজাতির ৫০০ গাছ রোপণ করলো জীবন জীবনের জন্য ফাউন্ডেশন
মুন্সিগঞ্জ, ১৭ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ শহরসহ সদর উপজেলার বিভিন্ন জায়গায় ফলজ, বনজ ও ঔষধিসহ নানা প্রজাতির ৫ শতাধিক গাছ একযোগে রোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জীবন জীবনের জন্য ফাউন্ডেশন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে এই কর্মসূচি।
সংগঠনের সভাপতি মো. জীবন মাদবরের তত্ত্বাবধানে কর্মসূচীতে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মুজিবর রহমান, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট সুজন হায়দার জনি, বসুন্ধরা শুভ সংঘ মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি আবু মোহাম্মদ রুইয়াম।
এছাড়াও সংগঠনের স্বেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন, সাজ্জাদ হোসেন তামিম, তানজিলা আক্তার, দোলন আক্তার, ইব্রাহিম খলিল, তাহেরা আক্তার সায়মা, সামান্তা আক্তার, তাহামিনা আক্তার, মাহি ইসলাম, আরিয়ান আহাম্মেদ আলিফ, রিফাত শেখ, ডায়াবেটিস হাসপাতালে কর্মরত ডাক্তার ও অন্যান্য ব্যাক্তিবর্গ।
যেসব স্থানে গাছ লাগানো হয়- ডায়াবেটিস হাসপাতাল রোড, নয়াগাও,সুপার মার্কেট এলাকা, দেওয়ান বাজার, জোড়ারদেউল, পানহাটা।
যে গাছ লাগানো হয়- কৃষ্ণচূড়া, অর্জুন, কাঠাল, পেয়ারা, হরতকি, জাম, মেহেদি, বহেরা, জলপাই, নিম, কাঠবাদামসহ আরও নানা প্রভৃতির গাছ।


