মুন্সিগঞ্জ, ২ অক্টোবর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম নিশাত সিকদারকে (৪৫) তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরে তাকে গেল ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে নিহত নুর মোহাম্মদ ওরফে ডিপজল (২২) হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দেউলভোগ এলাকায় নিউ লাইফ জেনারেল হাসপাতাল থেকে ওই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মামলার এজাহারে নাম না থাকলেও তদন্তের পরে সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
শহরের উত্তর ইসলামের বাসিন্দা নুর মোহাম্মদ ওরফে ডিপজলকে গুলি করা হত্যার দায়ে ডিপজলের নানী শেফালি বেগম বাদী হয়ে গত ৩০ আগস্ট সদর থানায় ওই হত্যা মামলা দায়ের করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মামলার এজাহারে ৩১৪ জনের নাম রয়েছে। অজ্ঞাত আসামি ২০০/৩০০ জন।