২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৮:৩৬
মুন্সিগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, গ্রাহক ভোগান্তি চরমে
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৪ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

নির্মাণাধীন মুক্তারপুর-পঞ্চবটি এলিভেটেড সড়কে পাইপলাইন ফেটে আগুন লেগে যাওয়ায় শুক্রবার সকাল থেকে মুন্সিগঞ্জ শহর ও শহরাঞ্চলের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে জেলা সদরের অন্তত ১৩ হাজার গ্রাহক মারাত্মক দুর্ভোগের শিকার হয়েছেন।

বাসা-বাড়ীতে রোজাদারদের জন্য ইফতার সামগ্রী তৈরী করতে পারেনি গৃহিণীরা। শুক্রবার সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে পড়লেও রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ চালু করতে পারেনি কর্তৃপক্ষ। ফলে দুর্ভোগ আর ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে।

রাড ৯টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়নি। এতে জেলা শহরের মানিকপুর, মধ্য কোটগাঁও, বাগমামুদালী পাড়া, খালইষ্ট, মালপাড়া, জমিদারপাড়া, গনকপাড়া ও শহরতলীর পঞ্চসার ইউনিয়নের সবকয়টি গ্রামে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

জানা গেছে, সকাল ৮টার দিকে জেলা শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের পশ্চিম মুক্তারপুর এলাকার অদুরে এলিভেটেট সড়ক নির্মাণ কাজে স্কেভেটর দিয়ে মাটি খনন করার কাজ চলছিলো। এসময় গ্যাস সঞ্চালন লাইনের প্রধান পাইপ ফেটে গিয়ে আগুন লেগে যায়। এরপর থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেলা শহরের মধ্য কোটগাঁও এলাকার বাসিন্দা জান্নাতুল ফেরদৌস সাম্মী জানান, শুক্রবার সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বাসাবাড়িতে রান্না করতে পারেনিন তারা। এমনকি রোজাদারদের জন্য ইফতার সামগ্রীও তৈরী করা সম্ভব হয়নি।

মালপাড়া এলাকার গৃহিণী কাজী নিপা জোহা বলেন, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন গৃহিনীরা। এ রোজার মধ্যে রান্না করা যায়নি। বিশেষ করে ইফতারে রান্না করতে ভোগান্তি এসে হাজির হয়েছে পরিবারে। সন্ধ্যার আগ-মুহুর্তে পাশের বাড়িতে গিয়ে লাকড়ির চুলোয় রান্না করতে হয়েছে।

শহরের জগধাত্রীপাড়ার গৃহিনী এলিনা আক্তার বলেন, সকাল বেলায় হঠাৎ করেই দেখি চুলায় আগুন জ্বলছে না। রোজার দিনে তারাতারি রান্না সারবো ভেবেছিলাম। বিকাল পর্যন্ত গ্যাস না পেয়ে ইলেক্ট্রিক চুলাতে রান্না করতে ছুটে যাই। তবে সন্ধ্যা পর্যন্ত কষ্টেই রান্না করতে হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে মুন্সিগঞ্জ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক শরীফুল ইসলাম সাংবাদিকদের জানান, সকালে মুক্তারপুর এলাকার অদূরে নারায়নগঞ্জ এলাকায় সড়ক নির্মাণে স্কেভেটর দ্বারা মাটি অপসারণের সময় গ্যাস সরবরাহের সঞ্চালন পাইপলাইন ফেটে যায়। এতে সেখানে স্কেভেটরসহ পাইপ লাইনে আগুন লেগে গেলে নারায়ণগঞ্জ অঞ্চল থেকে সরবরাহ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ অবস্থায় মুন্সিগঞ্জ অঞ্চলের ১৩ হাজার আবাসিক গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, পাইপলাইন মেরমাত করে গ্যাস সরবরাহের চেষ্টা চলছে।

error: দুঃখিত!