১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১১:০১
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জ শহরের নিখোঁজ সেই ব্যবসায়ীর সন্ধান মিললো চট্টগ্রামে
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১২ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ শহরের রং ব্যবসায়ী ওমর ফারুকের (৪৫) সন্ধান পাওয়া গেছে চট্টগ্রামে। সেখান থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তিনি মুন্সিগঞ্জ শহরের যোগিনীঘাটে নিজ বাড়িতে ফিরেছেন। এর আগে গতকাল বুধবার সকালে শহরের সুপারমার্কেট এলাকার দোকান থেকে পাওনা টাকা উদ্ধারে বের হয়ে নিখোঁজ হন তিনি।

পরিবার সূত্রে ওমর ফারুকের ফিরে আসার তথ্য নিশ্চিত হওয়া গেছে। তারা বলছে, ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিলো। অপহরণে যুক্তরা মুন্সিগঞ্জেরই বাসিন্দা বলে ধারণা করা গেছে। একপর্যায়ে তারা মুক্তিপণ বাবদ ১০ লাখ টাকা দাবি করেন। তবে ওই ব্যবসায়ী কৌশলে মুক্তিপণ পরিশোধ ছাড়াই অপহরণকারীদের হাত থেকে পালিয়ে আসতে সক্ষম হন।

ভুক্তভোগী ব্যবসায়ী ওমর ফারুক শহরের সুপারমার্কেট এলাকার পৌর মার্কেটের একতা রং বিতানের স্বত্ত্বাধিকারী ও পৌরসভার যোগিনীঘাট এলাকার মৃত মো. হায়দার আলী বেপারির পুত্র। তিনি বিগত ২৫ বছর যাবৎ রংয়ের ব্যবসার সাথে জড়িত।

পরিবার জানায়, প্রতিদিনের মত গতকাল বুধবার সকাল ৮ টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যান ওই ব্যবসায়ী। পরে বেলা সাড়ে ১০ টার দিকে দোকানে থাকা তার শ্যালক মো. শামিমকে একজনের কাছে পাওনা টাকা উদ্ধারে সদর উপজেলার বাংলাবাজারের দিকে যাচ্ছেন বলে বের হন। বেলা সাড়ে ১১ টার পর থেকে তাকে কল করা হলে তিনি আর ধরেননি। পরবর্তীতে ফোনটি পুরোপুরি বন্ধ হয়ে যায়।

ব্যবসায়ী ওমর ফারুকের বরাত দিয়ে তার ভাতিজা মো. রাকিব জানান, গতকাল তিনি কাচারি থেকে বাংলাবাজারের উদ্দেশ্যে সিএনজিতে উঠার কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে ফেলেন। তার পাশে আরও দুইজন পুরুষ সিএনজি উঠেছিলেন। এরপর আজ সকালে জ্ঞান ফিরলে তিনি বুঝতে পারেন তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে। এরপর তিনি সেখান থেকে পালিয়ে বাসে চড়ে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ডে আসেন। পরে আমরা তাকে উদ্ধার করে বাসায় নিয়ে আসি। তার শরীরে একাধিক মারধরের চিহ্ন রয়েছে। যারা এই অপরাধটি করেছে তারা মুন্সিগঞ্জেরই বলে আমাদের ধারণা।

ওই ব্যবসায়ীকে উদ্ধারে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উপপরিদর্শক শিমুল শেখ সর্বাত্মকভাবে সহযোগিতা করেন বলে তিনি জানান।

error: দুঃখিত!