২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৮:০৪
মুন্সিগঞ্জ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির নতুন সভাপতি বুলবুল, সম্পাদক গিয়াসউদ্দিন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৭ জানুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি হিসাবে বুলবুল মোল্লা ও সাধারণ সম্পাদক পদে এসএম গিয়াসউদ্দিন নির্বাচিত হয়ছেনে।

আজ শনিবার জেলা শহরের পুরাতন কাচারি এলাকার একটি পার্টি সেন্টারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। এতে বুলবুল ৩৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মো. গোলজার হোসেন পেয়েছেন ৩০ ভোট।

সাধারণ সম্পাদক পদে গিয়াসউদ্দিন পেয়েছেন ৩৫ ভোট। তার নিকটতম প্রার্থী আমিনুল ইসলাম পান ৩২ ভোট।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন মো. আমিনুল ইসলাম।

সর্বমোট ভোটার ছিলেন ৬৮ জন। সবাই ভোটাধিকার প্রয়োগ করেন। ভূমি অফিসার্স কল্যান সমিতির মোট পদ ২২ টি। এর মধ্যে ৫ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকী ১০ টি পদে পরবর্তীতে কো-অপ্টের মাধ্যমে নির্বাচিত করা হবে।

error: দুঃখিত!