১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | ভোর ৫:৫২
মুন্সিগঞ্জ পৌরসভা: সভা ডেকে আবার প্রার্থী হওয়ার ঘোষনা দিলেন বিপ্লব
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৬ অক্টোবর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

চলতি বছরের ডিসেম্বরে মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনে আবার প্রার্থী হবেন আজ আনুষ্ঠানিকভাবে এমন ঘোষনা দিয়েছেন মুন্সিগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র ফয়সাল বিপ্লব।

আজ সোমবার (২৬ অক্টোবর) মুন্সিগঞ্জ শহরের মধ্য কোর্টগাও এলাকায় তার নিজ বাড়ির সামনে এই সভার আয়োজন করা হয়।

সভাটি একসময় জনসভায় রুপ নেয়। সেখানে বিপুল সংখ্যক নেতা-কর্মী মিছিল নিয়ে অংশ নিয়ে ফয়সাল বিপ্লবের প্রতি সমর্থন জানান।

১৯৭২ সালের ২২ জানুয়ারি মুন্সিগঞ্জ পৌরসভার পথচলা শুরু। কাগজে-কলমে এটি এখন দেশের ‘ক’ বা প্রথম শ্রেণির পৌরসভা। ২০১৫ সালে মুন্সিগঞ্জ পৌরসভার সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বিপ্লব নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে জিতে মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হন।

সভায় মুন্সিগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র ফয়সাল বিপ্লব বলেন, ‘পৌরসভার চলমান উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে আসন্ন নির্বাচনে পৌরবাসীর দোয়া ও সমর্থন চাই। আপনারা ঘরে ঘরে আমার সালাম পৌছে দিবেন।’

সভায় ফয়সাল বিপ্লবের পিতা, জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, তার চাচা সদর উপজেলার চেয়ারম্যান আনিসুজ্জামান সহ পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মতিন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া অংশ নেন।

error: দুঃখিত!