মুন্সিগঞ্জ, ২৮ জানুয়ারি, ২০২১, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
আর মাত্র দুই দিন পরই মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে ভোটগ্রহণ হচ্ছে ব্যালটপেপার পদ্ধতিতে। ইতিমধ্যে এই নির্বাচনের ২৫ কেন্দ্রের মধ্যে ১৭টিকে ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এদিকে ভোটগ্রহণ সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার স্বার্থে প্রতিটি কেন্দ্রে ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠাতে নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের উপসচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি পরিপত্র গণমাধ্যমেও পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, ৩য় ধাপে আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য পৌর নির্বাচন সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার স্বার্থে ভোটগ্রহনের দিন সকালে ব্যালট পেপার পৌছানোর বিষয়ে নির্বাচন কমিশনার নির্দেশনা প্রদান করেছেন।