২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৯:১৮
মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচন: ভোট হবে ব্যালট পেপারে
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৪ ডিসেম্বর, ২০২০, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

আগামী ৩০ জানুয়ারি মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আজ সোমবার (১৪ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ নির্বাচন কমিশন মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে।

আরও পড়ুন: মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা

নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২১ সালের জানুয়ারি মাসের ৩০ তারিখ, শনিবারে। ভোট গ্রহণ হবে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। ব্যালট পেপার পদ্ধতিতে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মুন্সিগঞ্জ পৌরসভায় মোট ভোটার রয়েছে ৪৯ হাজার ২৩ জন। এর মধ্যে পুরুষ ২৩ হাজার ৫০৫ জন ও মহিলা ভোটার রয়েছেন ২৫ হাজার ৫১৮ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ২২/২৩ টি।

সর্বশেষ পৌরসভা নির্বাচন হয়েছিল ২০১৫ সালের ৩০ ডিসেম্বর। সেবার একদিনে মুন্সিগঞ্জের দুই পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ঐ নির্বাচনে মুন্সিগঞ্জ পৌরসভায় ভোট পড়ে ৭৬.২১%।

তবে করোনাভাইরাসের কারনে এবার মুন্সিগঞ্জের একটি করে পৌরসভায় ভোট নেয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ মুন্সিগঞ্জ পৌরসভা ও মিরকাদিম পৌরসভার ভোট হবে আলাদা আলাদা।

error: দুঃখিত!