মুন্সিগঞ্জ, ১৪ ডিসেম্বর, ২০২০, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
তৃতীয় দফায় মুুন্সিগঞ্জ সদরের মুুন্সিগঞ্জ পৌরসভায় আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণ হবে ব্যালটপেপার পদ্ধতিতে।
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. আলমগীর এ তথ্য নিশ্চিত করেন। এর আগে আজ সোমবার বিকেলে নির্বাচন কমিশন এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মুন্সিগঞ্জের মুন্সিগঞ্জ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি।
মুুন্সিগঞ্জ সদর উপজেলায় দুইটি পৌরসভা থাকলেও মুুন্সিগঞ্জ সদর পৌরসভার ভোট হচ্ছে এই ধাপে। মিরকাদিম পৌরসভার নির্বাচন এই ধাপে হচ্ছে না।
মুুন্সিগঞ্জ পৌরসভায় মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১০ জানুয়ারি পর্যন্ত।