১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৯:৪৭
মুন্সিগঞ্জ পৌরসভায় ‘নৌকা’ পেলেন ফয়সাল বিপ্লব
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৬ ডিসেম্বর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

আসন্ন মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচন-২০২১ এ দলীয় প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ।

শনিবার (২৬ ডিসেম্বর) তৃতীয় ধাপে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ৬৪ পৌরসভায় দলীয় প্রার্থীর মনোনয়ন ঘোষণা করে আওয়ামী লীগ।

দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে এসব নাম চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে তার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে গণমাধ্যমে চূড়ান্ত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এতে আসন্ন মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচন-২০২১ এ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ফয়সাল বিপ্লবের নাম আসে।

মুুন্সিগঞ্জ পৌরসভায় মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১০ জানুয়ারি পর্যন্ত। মুুন্সিগঞ্জ পৌরসভায় আগামী ৩০ জানুয়ারি ২০২১ তারিখে ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণ হবে ব্যালটপেপার পদ্ধতিতে।

error: দুঃখিত!