মুন্সিগঞ্জ, ৩ এপ্রিল, ২০২২, শহর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ পৌরসভার সামনে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
আজ রোববার (৩ এপ্রিল) বেলা আড়াইটার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার সড়কের সামনে এই ঘটনা ঘটে। এসময় বিচাঁরপ্রার্থী দুই পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পৌরসভার কাউন্সিলরদের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
পৌরসভার প্যানেল মেয়র ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা রানু জানান, বিচার-শালিসকে কেন্দ্র করে গণকপাড়া এলাকার যুবলীগ নেতা রুবেল ও মানিকপুর এলাকার যুবলীগ নেতা রহমানের পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে দুইজনই তাদের পক্ষের লোকজনকে শান্ত করেন। এটি দলীয় কোন বিষয় নয়। একেবারেই তুচ্ছ একটি বিষয়।
পৌরসভার আরেক প্যানেল মেয়র ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগর জানান, গণকপাড়া ও মানিকপুর এলাকার দুই ভাইয়ের মধ্যে ঝামেলা। তারা আপন মা’কে খেতে দেয় না। এ বিষয় নিয়ে তারা পৌরসভায় এসেছিলো বিচাঁর-সালিশের নোটিশ দিতে। তবে পৌরসভায় ঢোকার আগেই রাস্তায় তারা কথা কাটাকাটিতে জড়িয়ে পরে। পরে আমি গিয়ে তাদের দুপক্ষকে শান্ত করি।