১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ১২:১১
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জ পৌরসভায় মেয়র হতে মনোনয়ন জমা দিয়েছেন ৩ জন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ জন।

তারা হলেন, মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সহধর্মিনী চৌধুরী ফাহরিয়া আফরিন, মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাব উদ্দিন কল্লোল ও শহর ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান।

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মুন্সিগঞ্জ পৌরসভা উপ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ সময় ছিলো ১৩ ফেব্রুয়ারি, যাচাইবাছাই ১৫ ফেব্রুয়ারি, প্রত্যাহার ২২ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি ও ভোট হবে ইভিএম পদ্ধতিতে আগামী ৯ মার্চ।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ ৩ আসন থেকে প্রার্থী হতে গেল ২৮ নভেম্বর মেয়র পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন মোহাম্মদ ফয়সাল বিপ্লব। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় পৌরসভার প্যানেল মেয়র সোহেল রানা রানুকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব প্রদান করে।

error: দুঃখিত!