১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ১১:৫৩
মুন্সিগঞ্জ পুলিশের সাথে ঢাকা রেঞ্জ ডিআইজির ‘বিশেষ অপরাধ পর্যালোচনা সভা’
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৬ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ‘বিশেষ অপরাধ পর্যালোচনা সভা’ ও কল্যাণ সভায় অংশ নিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

আজ সোমবার সকালে ডিআইজি রেজাউল করিম মুন্সিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। এরপর জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করেন।

পরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বিশেষ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ডিআইজি রেজাউল করিম পেশাদারিত্বের সাথে সকল পুলিশ কর্মকর্তাগণকে দায়িত্ব পালনের নির্দেশনাসহ জেলার আইন শৃঙ্খলা রক্ষার্থে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

শেষে ডিআইজি রেজাউল করিম পুলিশ লাইন্সে উপস্থিত হয়ে বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন। এসময় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জ ও ফোর্সগণ সামষ্টিক সমস্যা নিয়ে কথা বলেন। ডিআইজি রেজাউল সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন।

সভায় পুলিশ সুপার মুন্সিগঞ্জসহ জেলা পুলিশের অন্যান্য সকল পদমর্যাদার কর্মকর্তা এবং পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।