মুন্সিগঞ্জ, ২৭ অক্টোবর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে জনসচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সদর উপজেলার রামপাল ইউনিয়নের সুখবাসপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিশু ও নারী উন্নয়ন সচেতনতামূলক কার্যক্রম শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই সময় নারী অধিকার, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত ও ভবিষ্যৎ পরিকল্পনামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এসময় কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের উপর বিশেষ তাগিদ দেওয়া হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।