৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সন্ধ্যা ৭:৫৫
মুন্সিগঞ্জ গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৮ আগস্ট, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশের বিশেষ অভিযানে ১৮০গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৮আগস্ট) ভোর ৬টা ১০মিনিটে সদর থানার বৈখর গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে সোহেলের একতলা বিল্ডিং বাড়ির বসতঘরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকার নয়া পাড়া মোড়ের কাজী সোহেল (৪০), সদর থানার দক্ষিণ দেওয়ার গ্রামের মোঃ সুজন শেখ (৩৯) এবং সদর থানার রনছ এলাকার পারুলপাড়া গ্রামের রবি হোসেন (৩৫) কে জেলা পুলিশের একটি চৌকস টিম তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

এ বিষয়ে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হোসেন মামুন জানান, গোপন সাংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৬টা ১০ মিনিটে মুন্সিগঞ্জ জেলা ডিবি পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে ১৮০ গ্রাম গাঁজাসহ আসামী ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আসামী সুজনের বিরুদ্ধে সদর থানায় গ্রেফতারি পরোয়ানা মুলতবি হয়েছে। আসামীদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

error: দুঃখিত!