১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | দুপুর ১২:৩৬
মুন্সিগঞ্জে ৫০০ কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৫ মে, ২০২০, লিটন মাহমুদ (আমার বিক্রমপুর)

করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে দেশব্যাপি কর্মহীন দরিদ্র ৫০ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিবে বুরো বাংলাদেশ।

তার অংশ হিসেবে মুন্সিগঞ্জে ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে এসব সহায়তা প্রদান করা হয়।

সহায়তার মধ্যে ১০ কেজি চাল, মশুর ডাল ২ কেজি, আলু ৫ কেজি, তেল এক লিটার, লবন এক কেজি, মাস্ক দুটি, দুটি সাবান ও একটি করে স্যাভলন সাবান রয়েছে।

খাদ্য সহায়তা প্রদান কালে উপস্থিত ছিলেন, বুরো বাংলাদেশের বিভাগীয় ব্যবস্থাপক আব্দুস সালাম, আঞ্চলিক ব্যবস্থাপক টুটুল চন্দ্র পাল প্রমুখ।