মুন্সিগঞ্জ, ১০ এপ্রিল, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে ৩৬ লক্ষ ৫৫হাজার টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল, ববিন ও রেল জব্দ করেছে মুক্তারপুর নৌ পুলিশ।
শুক্রবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর ও সরকারপাড়া এলাকার বিভিন্ন কারখানায় অভিযান চালিয়ে এসব জাল ও মালামাল জব্দ করে পুলিশ।
জব্দ করা মালামালের মধ্যে ৩৪১০ পাউন্ড কারেন্ট জাল, ৩৩ হাজার পিস ববিন ও ৩২ হাজার পিস সুতার রেল রয়েছে বলে জানিয়েছে নৌ-পুলিশ।
মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ কবির হোসেন খান জানান, দিনব্যাপি কারেন্টাজাল উৎপাদন বিরোধী অভিযান পরিচালনা করে ৮টি কারখানা থেকে এসব জাল ও মালামাল জব্দ করা হয়। তবে অভিযানকালে কারখানা গুলোতে কেউ না থাকায়, কাউকে আটকরা যায়নি। জব্দ জাল ও মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানে আরো অংশ নেয় জেলা মৎস্য কর্মকর্তা ডাঃ আব্দুল আলিম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতান প্রমুখ।