৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ১১:৩৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ৩৫০ বস্তা আলু নিয়ে ডুবে গেছে ট্রলার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৭ মার্চ, ২০২১, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার হাসাইল ট্রলার ঘাটে ৩৫০ বস্তা আলু সহ একটি ট্রলার ডুবে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার (১৭ মার্চ) ভোর ৫ টায় টংগিবাড়ীর হাসাইল নদী রক্ষা বাধের পাথরের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ট্রলার টি ডুবে যায়

মঙ্গলবার বিকেলে হিমাগারে পাঠানোর উদ্দেশ্যে শরীয়তপুরের নওপাড়া ইউনিয়নের তাতীকান্দী গ্রামের ইউসুফ মাতবর ৩৫০ বস্তা বীজ আলু নিয়ে হাসাইল ট্রলার ঘাটে আসেন। পরদিন ভোরে ট্রলারটি অন্যত্র নেওয়ার সময় নদী রক্ষা বাধের পাথরের সাথে ধাক্কা লাগে। তার কিছুক্ষণের মধ্যেই আলু বোঝাই ট্রলার টি ডুবে যায়।

এ বিষয়ে আলুর মালিক জানান, সকালে হিমাগারে আলু পাঠানোর জন্য ঘাটের সিরিয়াল দিতে ট্রলার টি নেওয়ার সময় নদীতে থাকা ব্লকের সাথে ধাক্কা লেগে কিছু বুঝে উঠার আগেই ডুবে যায়। ডুবুরি ও স্থানীয়দের মাধ্যমে আলু ও ট্রলার পুনরুদ্ধারের চেষ্টা চলছে।

error: দুঃখিত!