১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ১২:২৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ২ লাখ টাকার অবৈধ চায়না চাই জালসহ আটক ৩
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ এপ্রিল, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৪০টি “চায়না চাই জাল” সহ ৩ জেলেকে আটক করেছে মাওয়া কোস্টগার্ড।

গতকাল শনিবার (৪ এপ্রিল) দুপুর ৩টার দিকে উপজেলার কান্দিপাড়া এলাকা সংলগ্ন পদ্মা নদীতে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা হতে এসব জাল জব্দ ও জেলেদের আটক করা হয়। জালগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ২লাখ টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।

অভিযানে আটককৃতরা জেলেরা হলেন, সানাউল্লাহ দর্জি (২৫), সাকিল দর্জি (১৭), নুরুল হক ব্যাপারি (২৬)। এদের তিনজনের বাড়িই নোয়াপাড়া খালাসিকান্দি গ্রামে।

মাওয়া কোস্টগার্ডের গোয়েন্দা শাখার কর্মকর্তা মোঃ রেদোয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের পদ্মাসেতু কম্পোজিট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার সাইফুল এসসিপিও (এক্স) এর নেতৃত্বে অভিযান চালিয়ে এসব জালসহ জেলেদের আটক করা হয়। জাল এবং অসাধু জেলেদের লৌহজং মৎস্য অধিদপ্তরের প্রতিনিধির কাছে হস্তান্তরের পরে তাৎক্ষণিক নিকটবর্তী চড়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জেলেদের শুধুমাত্র পরিবহন কাজে ব্যবহার করা হয়েছে বলে মুচলেকা গ্রহন করে তাদের ছেড়ে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন মৎস অধিদপ্তরের প্রতিনিধি জনাব ইসমাইল হোসেন প্রমুখ।

error: দুঃখিত!