মুন্সিগঞ্জ, ১২ অক্টোবর, ২০২০, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে ২ বাসের সংঘর্ষে একজন নারী ও বাসের চালক নিহত হয়েছে।
সোমবার বিকাল ৪টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার চন্দ্রের বাড়ি বাজার এলাকায় বসুমতি ও প্রচেষ্টা নামের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও কমপক্ষে ৪ জন আহত হয়।
এতে ঘটনাস্থলেই হেনা বেগম (৬০) নারী যাত্রী ও হাসপাতালে নেওয়ার পথে বাস চালক বাদশা (৪৮) নিহত হয়। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত যাত্রী হেনা বেগম লৌহজং উপজেলার কুমারভোগ এলাকার দলিলউদ্দিনের স্ত্রী, আর বাস চালক বাদশার বাড়ি ঢাকার কেরাণীগঞ্জ এলাকার চুনকুটিয়া এলাকায়।
মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ হিলাল উদ্দিন জানান, বিকালে শিমুলিয়া ঘাট থেকে বসুমতি বাসটি ঢাকার অভিমুখে যাচ্ছিলো। পথে বাসটি চন্দের বাড়ি এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা শিমুলিয়া ঘাটগামী প্রচেষ্টা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হেনা নামের নারী যাত্রী মারা যায়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
হাসপাতালে নেওয়ার পথে বাসচালক বাদশা মারা যায়। এদিকে দূর্ঘটনার পর আঁধাঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিলো। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।