মুন্সিগঞ্জ, ২১ আগষ্ট, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গ্রেনেড হামলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও আলোচনা সভা করেছে মুন্সিগঞ্জ পৌর শাখা আওয়ামী যুবলীগ।
শুক্রবার সকালে মুন্সিগঞ্জ জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন ও আলোচনা সভা হয়।
এসময় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও ভোজ বিতরণ করা হয়।
এর আগে নিহতদের স্মরণে মুখে কালো কাপড় বেধে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহজাহান খান।
প্রধান বক্তা হিসেবে ছিলেন সাধারণ সম্পাদক মো. আনোয়ার মন্ডল।
মুন্সিগঞ্জ শহর শাখা যুবলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম এলানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক ও জেলা যুবলীগের কার্যকরী সদস্য হাজী জালাল উদ্দিন রুমি রাজন, জেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মো. আক্তার উজ্জামান রাজিব, আওয়ামী লীগ নেতা মো. অপু গাজী সহ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে আওয়ামী যুবলীগের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়।