১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৪:৩৪
মুন্সিগঞ্জে ২০ ঘণ্টায় ৩ মরদেহ উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৯ অক্টোবর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় কচুরিপানা সংগ্রহ করতে গিয়ে নিখোঁজের ছয় ঘণ্টা পর এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। অপর দিকে পৃথক স্থান থেকে দুই যুবকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন মুন্সী এসব তথ্য নিশ্চিত করেন।

মো. ইয়াসিন মুন্সী বলেন, গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মত্তগ্রাম এলাকায় আব্দুর রহিম দেওয়ান (৫৫) নৌকা নিয়ে কচুরিপানা সংগ্রহ করতে আড়িয়াল বিলে গিয়ে নিখোঁজ হন। এর ছয় ঘণ্টা পর আব্দুর রহিম দেওয়ানের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে।

ওসি আরও জানান, একই দিন দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার ব্রোজের পাড়া এলাকায় রানা আহমেদের (২৫) গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। রানার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। তিনি ব্রোজের পাড়ার রোমান শেখের বাড়ির ভাড়াটিয়া।

এর আগের দিন সন্ধ্যায় উপজেলার পাটাভোগ ইউনিয়নের কামার খোলা এলাকা থেকে দিপু কাজীর (২৪) ফাঁসি দেওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। দিপু কাজী ওই এলাকার দ্বীন ইসলাম কাজীর ছেলে।

পুলিশ জানায়, তিনটি মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

error: দুঃখিত!