মুন্সিগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি, ২০২০, জাফর মিয়া (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে পলিটেকনিক ইনষ্টিটিউটে শিক্ষক স্বল্পতার কারণে দীর্ঘ দিন ধরে সেকেন্ড (২য়) শীফটের ক্লাস না হওয়ায় আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।
প্রতিষ্ঠানটিতে আটটি টেকনোলজিতে ফাষ্ট শিফটে ৭২ জন শিক্ষকের প্রয়োজন হলেও, শিক্ষক রয়েছে মাত্র ২৪ জন। ফলে চলতি বছরের প্রথম থেকেই সেকেন্ড শীফ্টের কোন ক্লাস না হওয়ায় মঙ্গলবার সকাল ৯ টা থেকে আন্দোলনে নেমেছে প্রতিষ্ঠানটির সকল শিক্ষার্থীরা। পাশাপাশি এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন প্রথম শিফটের শিক্ষার্থীরাও।
এ সময় শিক্ষার্থীদের জোড়ালো আন্দলনের তোপের মুখে পরে বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটির সকল বিভাগের শিক্ষা কার্যক্রম। আগামী ১ মাস পর মিটটিয়াম ফাইনাল পরীক্ষার কথা তুলে ধরে দ্রুত শিক্ষকদের শ্রেণীকক্ষে ফিরে আসার অনুরোধ জানান তারা।
শিক্ষার্থীরা জানান, এত দিন সেকেন্ড শিফটে প্রতিষ্ঠানের এই শিক্ষকরা-ই ক্লাস চালালেও তাদের মূল বেতনের যে ৫০ শতাংশ সম্মানি দেয়া হতো, তা বর্তমান বেতন স্কেলের অর্ধেক না হওয়াতে, সরকারী ঘোষণা মতে ২০০৯ সালের স্কেল অনুযায়ী সম্মানি দেওয়ায় সিদ্ধান্ত মেনে নিতে পারছে না শিক্ষকরা।
তাই দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে প্রতিষ্ঠানটির ২য় শিফটের সকল বিভাগের শিক্ষা কার্যক্রম।