মুন্সিগঞ্জ, ২৭ এপ্রিল, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিমে ১০ বছর বয়সী এক শিশু মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি।
মামলা সূত্রে জানা যায়, গত রোববার (২৫ এপ্রিল) মুন্সিগঞ্জ সদরের মিরকাদিমের কাতলাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ধর্ষণ চেষ্টার শীকার ঐ শিশু তৃতীয় শ্রেণীর ছাত্রী।
মামলা সূত্রে জানা যায়, কাতলাপাড়া এলাকার মৃত খলিলের জসিম (৪৫) গত রোববার শিশুটিকে পথে একা পেয়ে মুখ চেপে একটি নির্জন ভিটিতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে।
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পলাতক আসামীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।