১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ৯:৪৩
মুন্সিগঞ্জে হা.মলা.য় একজনের কবজি ক.র্ত.নসহ জখ.ম ৪
খবরটি শেয়ার করুন:
8

মুন্সিগঞ্জ, ৬ অক্টোবর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে বাউল গানের আসরে হামলার ঘটনা ঘটেছে। এসময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৪ জনকে গুরুতর জখম করে প্রতিপক্ষ।

হাতের কবজি বিচ্ছিন্ন হয় নুরুজ্জামান নামের একজনের।

জানা যায়, সীমানা সংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় ফজলুল করিমের সাথে বাসেত মিয়ার বিরোধ চলছিলো। ওই বিরোধের জেরে ফজলুল করিম ও তার স্বজনরা এই হামলার ঘটনা ঘটান।

রাতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

রোববার রাত দেড়টার দিকে এসব ঘটনা ঘটে।

আহতরা হলেন, নুরুজ্জামান (৬৫), মুক্তার হোসেন (৩৭), শাকিল (২৩) ও আমিন (১৪)।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিবে পুলিশ।