মুন্সিগঞ্জ, ৫ ডিসেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বকভাবে জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, মুন্সিগঞ্জ পৌরসভার উত্তর কোর্টগাও জমিদারপাড়া এলাকার কোর্টগাও মৌজার ২৭ শতাংশ জমির মধ্যে কানাডা প্রবাসী আব্দুল কুদ্দুস তালুকদারের বড় মেয়ে কামরুন নাহার ডলির ৯.১৭ শতাংশ জমি নিয়ে যুগ্ন দায়রা জজ প্রথম আদালত মুন্সিগঞ্জে দেওয়ানি মোকাদ্দমা বন্টন মামলা নং- ৯৪/১৭ চলমান এবং উচ্চ আদালতের স্থিতিবস্থা বিদ্যমান থাকা সত্ত্বেও গাছ রোপন ও প্রাচীর নির্মাণ করে নতুন স্থাপনা দখলের চেষ্টা করে স্থানীয় নুর মোহাম্মদের স্ত্রী নাহিদ সুলতানা (৪৫) ও তার ছেলে অতুল (৩৫)।
এসময় বাধা দিতে গেলে তারা আব্দুল কুদ্দুস তালুকদার (৭৫) কে খুন-জখম সহ বিভিন্ন ধরনের হুমকি-ধমকি প্রদান করে।
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানায় আজ আব্দুল কুদ্দুস তালুকদার একটি অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে দ্বিতীয় পক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মুন্সিগঞ্জ সদর থানার এস আই শহীদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিস্তারিত আরও যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।