৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১২:৩৪
মুন্সিগঞ্জে রাস্তা পার হওয়ার সময় দাদী ও নাতি নিহত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৬ নভেম্বর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে সড়ক দূর্ঘটনায় দাদী ও নাতি নিহত হয়েছে।

দাদী ও নাতি একসাথে রাস্তা পার হওয়ার সময় এই দূর্ঘটনার শীকার হন।

আজ শুক্রবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনের বাড়ি সিরাজদীখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের বালাশুর গ্রামে।

ঢাকা-মাওয়া এক্সেপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় প্রাইভেটকার চাপায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মীনা মল্লিক ও আট বছর বয়সী অচীন মল্লিক। তারা সম্পর্কে দাদি-নাতি।

হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, হাসাড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রাস্তার পাশে শ্রীনগর থেকে সিরাজদিখান যাওয়ার জন্য দাঁড়িয়েছিল দাদি-নাতি। এ সময় মাওয়ামুখী একটি প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা এক্সপ্রেসওয়ে অবরোধ করলে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

হাসাড়া হাইওয়ে থানার ইনচার্জ বাসেদ মিয়া জানান, নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

error: দুঃখিত!