মানিকপুর-তেলের পাম্প রোডের নতুনগাঁও এলাকায় আলু গবেষণা কেন্দ্রের সামনে বাসের সাথে অটোরিক্সার সংঘর্ষ হয়। ঢাকাগামী দীঘিরপাড় ট্রান্সপোর্টের (ঢাকা মেট্রো-ব-১১-৬২৭৭) বাসটি একই পথের অটোরিক্সাকে ধাক্কা দেয়। এসময় অটোরিক্সায় থাকা মহিলা ও শিশুসহ্ পাঁচজন আহত হয়। এঘটনায় উপস্থিত জনতা ক্ষুব্ধ হয়ে ঘাতক বাসটিকে আটক করে।
ক্ষুব্ধ জনতার দাবি, এই গাড়িগুলো মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকা দিয়ে ব্রিজ পারাপার হওয়ার কথা থাকলেও তারা তেল বাঁচানোর জন্য প্রায় সময়ই এই রাস্তা ব্যবহার করে থাকে। এতে করে প্রায়শই এইরকম ছোটবড় দুর্ঘটনা ঘটে।এই ট্রান্সপোর্ট সিন্ডিকেট এলাকার গডফাদাররা নিয়ন্ত্রন করে থাকে। যাতে করে তারা নিয়ম নীতির তোয়াক্কা না করেই জোড় পূর্বক তাদের গাড়িগুলোকে এই পথে চালনা করে যাচ্ছে।
এরপর মালিকপক্ষ ও ট্রান্সপোর্ট কোম্পানীর উর্ধ্বতন লোকজন এসে ক্ষুব্ধ জনতাকে পাশ কাটিয়ে তাদের গাড়িটিকে নিয়ে যায়। তবে এ ঘটনায় পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।