২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সন্ধ্যা ৬:২৮
মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৬ ফেব্রুয়ারি, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অজ্ঞাত এক পরিবহনের চাপায় মো. আওয়াল হোসেন (৭৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আওয়াল উপজেলার কাজিরগাঁও এলাকার প্রয়াত বেংগ প্রদানের ছেলে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জন রবিন দাস জানান, রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত পরিবহনের নিচে চাপা পড়ে আওয়াল ঘটনাস্থলে মারা যান।

তিনি জানান, মরদেহটি উদ্ধার করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।