১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৭:৩৮
মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৬ মার্চ, ২০২০, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার পাইকপাড়া এলাকায় যাত্রীবাহী সিএনজি ও রড বোঝাই নছিমনের সংঘর্ষে নারীসহ ৫জন যাত্রী আহত হয়েছে।

সোমবার সকাল সোয়া ১১টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো, আবু বক্কর সিদ্দিক (৩১), মিথিলা (২৩) রিমন (২৬) ও আঁখি (২১)। এর মধ্যে রিমন ও আখিকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। বাকি একজনের নাম পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রনয় মান্না জানান, দুর্ঘটনায় আহত যাত্রীরা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছে। এর মধ্যে দুইজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রেরণকত দুইজন সম্পর্কে দেবর ও ভাবি তাদের পেট, হাত, পায় ও মাথায় গুরুতর জখম হয়েছে। বাকি আহতদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবোঝাই সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে রড বোঝাই নছিমনের সাথে। সিএনজি চালক ও নছিমন চালক ঘটনার পর থেকেই পলাতক আছে।

টংগিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওলাদ হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

error: দুঃখিত!