২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | ভোর ৫:০২
মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত যুবলীগ নেতার মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ২৫ নভেম্বর, ২০১৯, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবেশেষে মারা গেলো বাস চাপায় আহত মোটর সাইকেল আরোহী মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ কবির হোসেন (৪৮)।

সোমবার (২৫নভেম্বর) সকালে তিনি ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে গত শুক্রবার তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরে ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি হন।

সিরাজদিখান উপজেলা যুবলীগের আহবায়ক মইনুল হাসান নাহিদ জানান, গত ২২ নভেম্বর সকালে বাড়ী থেকে মোটর সাইকেলে কবির এবং তার ভাতিজা স্থানীয় নিমতলা বাজারে যাচ্ছিল। এ সময় ঢাকা-মাওয়া মহাসড়কে বসুমতি নামে একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে কেয়াইন ইউনিয়নের যুবলীগের সভাপতির ভাতিজা মিলন শেখ (২২) মারা যায়। আর সভাপতি কবির হোসেন গুরুতর আহত হন। আহত কবির হোসেনকে ওই দিনই প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে আজগর আলী হাসপাতালে নিয়ে গেলে ৪ দিন পর আজ ভোর ৫ টার দিকে সে মারা যায়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন, সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন কবির হোসেনের মৃত্যু হয়েছে। 

সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন জানান, শুক্রবার (২২ নভেম্বর) সকালে মোটরসাইকেলে করে স্থানীয় বাজারে যাচ্ছিলেন কবির ও তার ভাতিজা মিলন শেখ। তারা ঢাকা-মাওয়া মহাসড়কের নীমতলা এলাকায় পৌঁছালে বসুমতি পরিবহনের নামে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভাতিজা মিলন শেখ মারা যান।

তার মৃত্যুতে সিরাজদিখান যুবলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

error: দুঃখিত!