মুন্সিগঞ্জ ২৩ নভেম্বর, ২০১৯, সাজ্জাদ হোসেন (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে বেঁচে আছেন জাহাঙ্গীর (৪২)।
তিনি ঢাকার মোহাম্মদপুরের আল মানার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন বর রুবেলের চাচাত বোন জামাই আব্দুর রউফ ও হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জাহাঙ্গীরের পরিবারের সদস্যরা। জাহাঙ্গীরের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকায়।
জানা যায়, দেশের কয়েকটি জাতীয় গণমাধ্যম তার মৃত্যুর খবর প্রকাশ করেছে। এছাড়া তার নিজ বাড়িতেও মৃত্যুর খবর নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।
আল মানার হাসপাতালের স্টাফ আসাদ জানান, জাহাঙ্গীর আইসিইউতে ভর্তি আছেন। তিনি শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ভর্তি হন।
বর রুবেলের চাচাত বোন জামাই আব্দুর রউফ জানান, জাহাঙ্গীর মোহাম্মাদপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আইসিইউতে আছেন। এ ব্যাপারে আর কিছু বলতে চাইনা।
মুন্সিগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম জানান, দুর্ঘটনায় নয়জনের মৃত্যু হয়েছে। জাহাঙ্গীর ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে কাবিনের উদ্দেশে মুন্সিগঞ্জের লৌহজংয়ের কনকসার বাজারের কাছে বরের বাড়ি থেকে কনের বাড়ি ঢাকার কামরাঙ্গীরচর যাচ্ছিল দুইটি মাইক্রোবাস। পথে শ্রীনগরের ষোলঘর বাসস্ট্যান্ডের কাছে স্বাধীন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষে ৯ জন মারা যান।