মুন্সিগঞ্জ, ৩০ মে ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ ধর্ষণ মামলার আসামিকে ছিনিয়ে নেয়ার মামলায় ষোলঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রাজ্জাককে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল সোমবার দুপুরে উপজেলা সাব রেজিস্ট্রি অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ষোলঘরের পূর্ব দেউলভোগ এলাকার এক নারী গত ৯ মার্চ পার্শ্ববর্তী খৈয়াগাঁও গ্রামের আ. সাত্তারের (৫০) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। পরে ১৬ মে তারিখ বেলা ১১ টার দিকে পুলিশ অভিযুক্ত সাত্তারকে (৫০) আটক করে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে আসার সময় স্থানীয় লোকজন পুলিশের উপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়। এই ঘটনায় পুলিশ ওই দিনই ৩ নারীকে আটক করে। পরে এ নিয়ে পুলিশ বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করে। মামলায় ষোলঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুর রাজ্জাককেও আসামি করা হয়।
পুলিশ জানায়, সোমবার দুপুরে এই মামলার পলাতক অপর দুই আসামি আব্দুস সাত্তার ও ইমরানকে মুন্সিগঞ্জ আদালতপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।