মুন্সিগঞ্জ, ২২ মার্চ, ২০২১, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে একটি স্পিডবোট থেকে ২ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। এসময় জাটকা পরিবহনে ব্যবহৃত স্পিডবোট জব্দ করা হয়।
গতকাল রোববার (২১ মার্চ) লৌহজং উপজেলার কান্দিপাড়া মাওয়া মৎস্য আড়ত ঘাট এলাকা থেকে জাটকা ও স্পিডবোট জব্দ করে কোস্ট গার্ড।
লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ জানান, মাওয়া মৎস্য আড়ত ঘাটের দিকে যখন স্পিডবোটটি জাটকা বোঝাই করে আসছিলো তখন স্পিডবোটকে চ্যালেঞ্জ করলে নদীর পাড়ে স্পিডবোটে জাটকা রেখে ব্যবসায়ি/জেলে পালিয়ে যায়।
পরে জাটকাগুলো জব্দ করে এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।