১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৬:৩১
মুন্সিগঞ্জে স্কুল শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ৯ নভেম্বর, ২০১৯, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার আমতলী গ্রাম এলাকা থেকে এক স্কুল শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ৬টার দিকে ওই গ্রামের একটি পরিত্যাক্ত ভিটার কাঠাল গাছে গলায় ফাসঁ দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মৃত জাহাঙ্গীর শিকদার উপজেলার বাক্ষ্রনভিটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

সে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার কান্দাপাড়া গ্রামের মোশাররফ শিকদারের ছেলে । দীর্ঘদিন যাবৎ টংগিবাড়ী উপজেলার পূর্ব সোনারং গ্রামের শশুরবাড়ি এলাকায় নিহত জাহাঙ্গীর জমি কিনে বসবাস করে আসছিলেন। তার মৃত্যূর কারন সর্ম্পকে জানা যায়নি।

পুলিশ জানায়, নিহতের আত্মীয় স্বজনের খবরের ভিত্তিতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

এ ব্যাপারে টংগিবাড়ী থানা ওসি গোলাম রসূল জানান, গ্রামের নির্জণ একটি ভিটার কাঠাল গাছে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে।

error: দুঃখিত!