মুন্সিগঞ্জ, ৫ নভেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
শাকিল আহমেদ ওরফে জাহিদ হাসান। সাধারণ একজন যুবক হলেও সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে সম্প্রতি ঢাকার মতিঝিল, রংপুর সদরসহ দেশের পাঁচটি থানায় ফোন দিয়ে আসামি ছেড়ে দেওয়ার অনুরোধ করেন।
অতঃপর তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া থানা এলাকা থেকে ধুরন্ধর ওই যুবককে আটক করে ১৯ বীর সেনাবাহিনীর টহল টিম। এসময় নানা প্রতারণার কথা নিজেই স্বীকার করেন ওই যুবক।
১৯ বীর সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
আটক শাকিল আহমেদ খান (২৪) গজারিয়ার ভবেরচর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের সারোয়ার আহমেদের পুত্র।
এ ঘটনায় মামলা দায়ের শেষে ওই যুবককে আদালতে প্রেরণ করা হবে বলে জানান গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান।