মুন্সিগঞ্জে সাপের কামড়ে প্রাণ গেছে নারীর
মুন্সিগঞ্জ, ২১ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুুন্সিগঞ্জের শ্রীনগরে সাপের কামড়ে সেলিনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ১১টার দিকে বিষধর সাপ ওই নারীকে কামড় দেয়।
মৃত সেলিনা বেগম উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের কয়কীর্তন গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানান, নিজ বাড়িতে সেলিনা বেগমকে সাপে কামড় দিলে স্বজনরা তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেলিনা বেগমের ছেলে মো. ইয়াছিন বলেন, ‘ঘরের ভিতরে বেসিনে কাজ করার সময় একটি সাপ আমার মায়ের পায়ে কামড় দেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ২টি ইনজেকশন দিয়ে দ্রুত মাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল/ঢাকা মিডফোর্ট হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে নেয়ার পথে আমার মা মারা যায়।’
স্থানীয় ইউপি সদস্য মো. রাজু বলেন, আজ শনিবার বেলা ১১টার দিকে মৃতের মরদেহ দাফন করা হয়।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, সাপে কাটা রোগীর বিষয়টি তার জানা নেই। এক প্রশ্নের জবাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীদের জন্য অ্যান্টিভেনম রয়েছে বলে জানান তিনি।


