১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ১২:১৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে সহকর্মীর হাতুড়ির আঘাতে প্রাণ গেছে রাজমিস্ত্রীর
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৫ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার শিমুলিয়া গ্রামে সহকর্মীর হাতুড়ির আঘাতে প্রাণ গেছে রাজমিস্ত্রীর। পরে তার মরদেহ উদ্ধার করা হয় পুকুর থেকে। নিহত মিজান (২৫) ঠাকুরগাও জেলার বাসিন্দা। অভিযুক্ত সহকর্মী শাহাদাতের (১৯) বাড়ি গাজিপুরে।

ওই এলাকার আবুল মুন্সীর বাড়ি নির্মাণের কাজ করছিলেন তারা।

আজ রোববার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ভবনের ঠিকাদারের কাছে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয় ওই দুই রাজমিস্ত্রীর। এসময় রাজমিস্ত্রী শাহাদাত হাতুড়ি দিয়ে তার সহকর্মী মিজানের মাথায় একাধিক আঘাত করলে মিজান ঘটনাস্থলেই মারা যান। পরে শাহাদাত মিজানের মরদেহ ঘর থেকে টেনে বাড়ির পাশের পুকুরে ফেলে দেন। ঘটনাটি এক নারী দেখে ফেললে তিনি আশপাশের লোকজনকে জানান। পরে স্থানীয়রা অভিযুক্ত শাহাদাতকে আটক করে পুলিশে দেয়। পুকুর থেকে উদ্ধার করা হয় মরদেহটি।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘাতক শাহাদাতকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

error: দুঃখিত!