৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সন্ধ্যা ৭:৪২
মুন্সিগঞ্জে সবজির ব্যাগ থেকে গাঁজা উদ্ধার করলো ডিবি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৮ ডিসেম্বর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে সবজির ব্যাগে তরকারির সাথে গাঁজা পাচারকালে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর এলাকা থেকে চাঁদপুর জেলার ইচলী থানার মৃত আহমদ আলীর ছেলে মিজানুর রহমান মিজান কে আটক করা হয়।

মুন্সিগঞ্জ জেলা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মোজাম্মেল হক ‘আমার বিক্রমপুর’ কে জানান, অভিনব পন্থায় তরকারির সাথে গাঁজা পাচারকালে দেড় কেজি গাঁজা সহ মাদক কারবারি মিজান কে আটক করা হয়। সে কুমিল্লা সহ বর্ডার এলাকা থেকে গাঁজা এনে দেশের বিভিন্ন এলাকায় সাপ্লাই দিয়ে থাকে বলে ডিবির কাছে স্বীকারোক্তি দিয়েছে।

তিনি আরও জানান, সে একজন নিয়মিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সিরাজদিখান থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

error: দুঃখিত!