৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৮:৩২
মুন্সিগঞ্জে সড়ক থেকে অটোরিকশা চালক উধাও, দিশেহারা পরিবার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২ ফেব্রুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে অটোরিকশা নিয়ে সড়ক থেকে উধাও হয়েছেন চালক। এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেছে পরিবার।

ডায়েরি ও পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ অটোরিকশা চালক মনির হোসেন (৪৫) মৃত রমিজ আকনের পুত্র। তার গ্রামের বাড়ি টংগিবাড়ি উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের চর বেশনাল এলাকায়। তিনি গত ১০ মাস যাবৎ মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব আলদি এলাকার পশ্চিম পাড়ায় তার শশুর বাড়িতে বসবাস করছিলেন।

প্রতিদিনের মতো ৪ সন্তানের জনক মনির গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) মিশুক নিয়ে বের হন। বেলা আড়াইটার দিকে তাকে সদরের সিপাহীপাড়া বাজার এলাকায় দেখা যায়। কিন্তু এরপর থেকে তার আর কোন হদিস নেই।

নিখোঁজ অটোরিকশা চালকের ভাই আমির হোসেন জানান, আজ রোববার পর্যন্ত আমার ভাই বাড়ি ফিরেননি। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ রয়েছে। আমার চরম দুঃশ্চিন্তায় রয়েছি। কেউ তাকে দেখে থাকলে এই নাম্বারে যোগাযোগের অনুরোধ করা গেল- ০১৯৪৬৬৬৮৮২৩

error: দুঃখিত!