মুন্সিগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি, ২০২০, সোহেল টিটু (আমার বিক্রমপুর)
আখেরাতের কামিয়াবী ও সফলতা অর্জনের জন্য কুরআন-সুন্নাহভিত্তিক জীবন গঠন ও বিদ’আতমুক্ত ইবাদত এবং সহীহ ঈমান-আমল গঠন ও আত্মশুদ্ধি অর্জনের লক্ষ্যে মুন্সিগঞ্জের পূর্বরাখি (দিঘীরপাড় বাজার সংলগ্ন) হাফিজনগরে শুরু হয়েছে ৩দিনব্যাপি ইসলাহী জোড়।
গত (১২ ফেব্রুয়ারি) বুধবার বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইসলাহী জোড়।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ও আগামীকাল ১৪ ফেব্রুয়ারি শুক্রবার পর্যন্ত চলবে হাফিজবগর ইসলাহী জোড়।
এবছর দেশের প্রায় ৩৬ জেলার হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানের সমাগমে ও দেশ-বিদেশের কুরআন-হাদীসের বিশারদ, ওলামায়ে কেরামগণের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে হাফিজনগর ইসলাহী জোড়।
এ বছর ইসলাহী জোড়ে তাশরিফ ও বয়ান পেশ করবেন যারাঃ ভারতের,দেওবন্দ দারুল উলূম মাদ্রাসার মুহাদ্দিস বিশিষ্ট হাদীস বিশারদ আল্লামা হাবীবুর রহমান আজমী, আওলাদে রাসূল ফিদায়ে মিল্লাত সায়্যিদ আস’আদ মাদানী রহ, এর সুযোগ্য সাহেবযাদা দেওবন্দ,ইউপি, (ভারত)এর হযরত মাওলানা মুফতী সায়্যিদ আফ্ফান মনসুরপুরী, দৌহিত্র, শায়খুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহ,সদরুল মুদাররিসীন, আমরুহা মাদ্রাসা (ভারত) মুন্সিগঞ্জ মধুপুরের পীরে কামেল হযরত মাওলানা আবদুল হামীদ।
ইসলাহী বয়ান পেশ করবেন, শাইখুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমদ মাদানী রহ, এর বিশিষ্ট শাগরেদ শাইখুল হাদীস-এর হযরত মাওলানা আবদুল আলীম হুসাইনী, উজানী পীর সাহেব, পীরে কামেল আল্লামা আশেক এলাহী,শায়খুল হাদীস, সাওতুল হেরা ময়মনসিংহ-এর আল্লামা খালেদ সাইফুল্লাহ সা’দী, পীর সাহেব বাহাদুরপুর, শরীয়তপুরের আল্লামা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান ,বিশিষ্ট খলিফা ফিদায়ে মিল্লাত রহ, ঢাকা আরজাবাদ মাদ্রাসার হযরত মাওলানা মুফতী আনওয়ার মাহমুদ, সিলেটের ইকরা মাদ্রাসার হযরত মাওলানা মুফতী রশিদ আহমদ, খতমে নবুওয়াত মারকাজের আমীর হযরত মাওলানা মুফতী নূর হুসাইন নূরানী, চট্টগ্রামের হাটহাজারী মঈনুল ইসলাম মাদ্রাসার মুফতী হযরত মাওলানা মুফতী রাশেদ আহমদ, মুন্সিগঞ্জ চুড়াইন মাদ্রাসার হযরত মাওলানা শামসুল আলম এবং মুন্সিগঞ্জ সিরাজদিখানের মুস্তফাগঞ্জ মাদ্রাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা সাইফুল্লাহ।
আহবানেঃ ঢাকা মালিবাগ জামিয়া শারইয়্যাহ মাদ্রাসার মুহাদ্দিস এবং ঢাকা জামিয়াতুল আস’আদ আল- ইসলামিয়ার পরিচালক ও প্রধান মুফতী, আওলাদে রসূল ফিদায়ে মিল্লাত আস’আদ মাদানী রহ এর সুযোগ্য খলিফা,পীরে কামেল, শায়খে তরীক্বত হযরত মাওলানা মুফতী হাফীজুদ্দীন।
প্রতিদিন বাদ এশা বয়ান করবেন, পীরে কামেল, শায়খে তরীক্বত হযরত মাওলানা মুফতী হাফীজুদ্দীন দা.বা.। সার্বিক ব্যবস্থাপনায়ঃ মাদানী কমপ্লেক্স মজলিস।
হাফিজনগর ইসলাহী জোড়ের সার্বিক ব্যবস্থাপনা পরিচালনা কমিটির সদস্য মুফতী মুস্তফা কামাল জানান,মহান আল্লাহ-তায়ালার অশেষ মেহেরবানিতে বিগত বছর গুলোতে এখানে যেভাবে ইসলাহী জোড় অনুষ্ঠিত হয়েছে,এবছর ইসলাহী জোড়ে মুসল্লিদের উপস্থিতি পূর্বের সবগুলো মাহফিলকে ছাড়িয়ে গেছে।
এর আগে দেশ-বিদেশের ওলামায়ে কেরামগণের সংখ্যা তুলনামূলক কম ছিলো, এবছর দেখা যাচ্ছে অনেক বেশি। বাংলাদেশের প্রায় ৩৬টি অঞ্চল থেকে এখানে আমাদের হুজুর হযরত মাওলানা মুফতী হাফীজুদ্দীন ছাহেবের আহ্বানে তাঁর মুরিদ ও শুভাকাঙ্খীগণ উপস্থিত হয়েছেন।