মুন্সিগঞ্জ, ৯ জানুয়ারি, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসনগর গ্রামে শিশু সন্তানকে জিম্মি করে তার মা’কে ধর্ষণ করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্যের বিরুদ্ধে।
এ ঘটনায় ধর্ষণের শিকার গৃহবধূ মুন্সিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্রুন্যাল আদালতে মামলা দায়ের করেছেন।
আদালত সিরাজদিখান থানাকে মামলাটি এফআইআর হিসাবে নেওয়ার নির্দেশ দেন। পরে বৃহস্পতিবার রাতে উপজেলার বালুচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৭ নং ওয়ার্ডের সদস্য মো. আফজাল হোসেন ও তার সহযোগী নাসিরউদ্দিনের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়।
ধর্ষণের শিকার ঐ নারী জানান, গত ১ জানুয়ারী রাতে ৯ টার দিকে খাসনগর গ্রামে তার ঘরে ঢুকে ৬ মাসের শিশু সন্তানকে জিম্মি করে তাকে ধর্ষণ করেন আফজাল হোসেন।
সিরাজদিখান থানার ওসি এসএম জালালউদ্দিন মামলা রুজুর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১ জানুয়ারী দিনগত রাতে গৃহবধুর বসত-ঘরে প্রবেশ করেন আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আফজাল হোসেন ও তার সহযোগী নাসিরউদ্দিন।
এ সময় গৃহবধুর স্বামী বাড়িতে ছিলেন না। গৃহবধু তার দুই শিশু সন্তানকে নিয়ে বসত-ঘরে অবস্থান করছিল। এ অবস্থায় ৬ মাসের শিশু সন্তানকে জিম্মি করে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্যের সহযোগী নাসির গৃহবধুকে ধর্ষণ করে চলে যান।